পাবনার ১২ বছরের নূপুরের হৃদযন্ত্রে জন্মগত একটি ছিদ্র ছিল। এর চিকিৎসায় ১৯ আগস্ট তাকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। গত ২৫ আগস্ট হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল মিনিমালি ইনভাসিভ কার্ডিয়াক সার্জারি পদ্ধতিতে নূপুরের হৃদযন্ত্রে সফল অস্ত্রপচার করেন। অস্ত্রপচারের পাঁচ দিনের দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরে নূপুর।
বিস্তারিত দেখার জন্য ভিডিও টি তে ক্লিক করুন
সাধারণত বাইপাস সার্জারিতে বাইপাস করার জন্য পা কেটে শিরা নেওয়া হয় এবং তা বুক কেটে হার্টে গ্রাফট দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে বুকের হাড় এবং পা না কেটে MICS-CABG Ges EVH পদ্ধতিতে এই কাজটি করা হয়েছে। ডা: আশ্রাফুল হক সিয়াম বলেন, MICS-CABG Ges EVH দুইটি আলাদা আলাদা পদ্ধতি।
বিস্তারিত দেখার জন্য ভিডিও টি তে ক্লিক করুন
All Right Researved by Team Asraful Sium