বুকের হাড় এবং পা না কেটে বাংলাদেশে প্রথম বাইপাস সার্জারি করলেন ডা. সিয়াম
05 Jul 2022
by Content Writer
সাধারণত বাইপাস সার্জারিতে বাইপাস করার জন্য পা কেটে শিরা নেওয়া হয় এবং তা
বুক কেটে হার্টে গ্রাফট দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে বুকের হাড় এবং পা না
কেটে MICS-CABG Ges EVH পদ্ধতিতে এই কাজটি করা হয়েছে।
ডা: আশ্রাফুল হক সিয়াম বলেন, MICS-CABG Ges EVH দুইটি আলাদা আলাদা পদ্ধতি।